হোম > ছাপা সংস্করণ

দুই সেতুর সংযোগ সড়কে সমস্যার শেষ নেই

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুটি সেতুর অ্যাপ্রোচ সড়কে (সংযোগ সড়ক) খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর একটি উপজেলার সন্তোষপাড়া এলাকার ইছামতী নদীর ওপর সিরাজদিখান থেকে বালুচর সড়কে এবং অন্যটি লতব্দী ইউনিয়নের চরকমলাপুর এলাকায়।

দীর্ঘদিন সেতু দুটির অ্যাপ্রোচ সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রায়ই গর্তে পড়ে যানবাহন বিকল হয়ে যাচ্ছে। ফলে বিঘ্ন ঘটছে যান চলাচলে। পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছেন গাড়ি চালক ও পথচারীরা। তাই গাড়ি চালক ও পথচারীরা দ্রুত অ্যাপ্রোচ সড়ক মেরামত করার দাবি জানিয়েছেন।

গত বুধবার বিকেল ৪টার দিকে দেখা গেছে, সেতু দুটির দুপাশে অ্যাপ্রোচ সড়ক খানাখন্দে জর্জরিত হয়ে আছে। সেতুতে উঠতে গেলে গাড়ি হেলে দুলে যায়। যেকোনো সময় এখানে গাড়ি পড়ে যেতে পারে এবং ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

লতব্দী ইউনিয়নের বাসিন্দা ফেরদৌস হাসান রাতুল বলেন, ‘সংস্কারের অভাবে দীর্ঘ কয়েক বছর ধরে সেতু দুটির দুপাশে খানাখন্দ হয়ে রয়েছে। কিন্তু প্রশাসন এদিক দিয়ে চলাচল করে, এটা তাঁদের নজরে পড়ে না। সেতুর দুপাশ মেরামত করা দরকার, তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে।’

স্থানীয় অটোরিকশাচালক মনির হোসেন বলেন, ‘আমরা সেতুতে উঠতে গেলে মাঝেমধ্যে অটোরিকশা হেলে যায়, মাঝেমধ্যে পড়ে যেতে চায়। অনেক সময় যাত্রীরা ধাক্কা দিয়ে সেতুতে ওঠায়। এটা মেরামত করা দরকার। সেতু মেরামত না করায় আমাদের দুর্ভোগ নিয়ে এ রাস্তায় চলাচল করতে হয়।’

আরেক অটোরিকশাচালক ইমরান বলেন, ‘মাহিন্দ্রা গাড়ি এবং ট্রাক চলাচল করার কারণে সেতুর এ রকম বাজে অবস্থা। তাই বড় গাড়ি আগে বন্ধ করতে হবে। তা না হলে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি ভেঙে যাবে। আমাদের চলাচল বন্ধ হয়ে যাবে। তাই ঝুঁকিপূর্ণ বেইলি সেতু এবং রাস্তা মেরামত করা দরকার।’

উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, ‘সিরাজদিখান থেকে বালুচর সড়কের কাজ চলছে। শিগগিরই সেতু দুটির অ্যাপ্রোচ সড়কের কাজ ধরা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ