গঙ্গাচড়ায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই পর্ব শেষ হয়েছে গত সোমবার। বাছাইয়ে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন বড়বিল ইউনিয়নে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আফজালুল হক রাজু, ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল আলম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামছুল হুদা, বেতগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান প্রামাণিক লিপ্টন, গঙ্গাচড়া ইউনিয়নের ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী শাহিনা আক্তার সাথী, কোলকোন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুস ছালেক, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আজগার আলী, মর্ণেয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিন্টু মিয়া, বেতগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিঠু মিয়া ও ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফরিদুল ইসলাম। সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন।