হোম > ছাপা সংস্করণ

গানে মনোযোগী অভিনয়ের বকুল

টিভি নাটকে পার্শ্বচরিত্র আজকাল খুব একটা দেখা যায় না। সিনেমায়ও দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল সিদ্ধান্ত নিয়েছেন গানে মনোযোগী হওয়ার। বড় বোন কিংবা মায়ের চরিত্রে একসময় নিয়মিত দেখা যেত তাঁকে। এখন মা কিংবা বড় বোনের চরিত্রগুলোতে নতুন মুখ বেশি দেখা যায়। পরিচালকেরা নানা কারণে পেশাদার শিল্পীদের এড়িয়ে চলেন। তাই বকুলের মতো অনেকেরই কাজ কমে গেছে। অনেক অভিনয়শিল্পীর ভাষ্য, তাঁরা যে সম্মানী বা পারিশ্রমিকে নাটকে কাজ করেন, তার চেয়েও অনেক কম সম্মানী বা নামমাত্র সম্মানীতে নতুন অনেকেই কাজ করছেন। অভিনয় তাঁদের পেশা নয়, কোনো রকমে মুখ দেখাতে পারলেই তাঁরা খুশি। নির্মাতারাও টাকা বাঁচাতে এমন শিল্পীদের নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে উঠছেন।

অভিনয়ে ব্যস্ততা কমে যাওয়ায় বকুল মনোযোগী হচ্ছেন গানে। অভিনেত্রী হিসেবে বকুল বিটিভির তালিকাভুক্ত ১৯৯৫ সাল থেকে। ২০০১ সালে গানের জন্য তালিকাভুক্ত হন বিটিভি ও বাংলাদেশ বেতারে। বেতার থেকে নিয়মিত ডাক পান বকুল। তবে বিটিভি থেকে সর্বশেষ গানের জন্য ডাক পেয়েছিলেন ২০১৫ সালে। সম্প্রতি গান গাওয়ার জন্য আবারও ডাক পেয়েছেন। তাই বকুল নতুন করে ভাবছেন গান নিয়ে।

সাধারণত প্রাচীন লোকগীতি গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বকুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সময়ে এসে মায়ের চরিত্রে খুবই কম ডাক পাই। গ্রুপ মেইনটেইন করতে হয়। এই গ্রুপ মেইনটেইন করাটা তো আসলে শিখিনি। কাজটাই শিখেছি। কেউ যদি গল্পের প্রয়োজনে আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী হয়, করার চেষ্টা করি। অভিনয়ের জন্য এখন তেমন ডাক পাই না। তাই গানে মনোযোগ বাড়িয়েছি। টেলিভিশন ও বেতারে নিয়মিত গাইবার চেষ্টা করছি।’

বকুল সর্বশেষ আশফাক নিপুণের পরিচালনায় ওয়েব সিরিজ ‘সাবরিনা’তে অভিনয় করেছেন। ১২ জুন তিনি আশিকুর রহমানের পরিচালনায় ‘পালাকার’ নাট্যদলের একটি নাটকে অভিনয় করবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ