হোম > ছাপা সংস্করণ

সিডনির নায়ক হবেন কে

রানা আব্বাস, সিডনি থেকে

স্যার ডন ব্র্যাডম্যান-রিচি বেনোদের স্মৃতিবিজড়িত অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসএসজি) দাঁড়িয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সেলফি তুলে রাখলেন অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে। যদি আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে যায় বাংলাদেশ, নিশ্চিত এমন ছবি-সেলফির বন্যা বয়ে যাবে এসএসজিতে।

কিন্তু জয়টা আসবে কোন সূত্র ধরে? হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন তাসকিন আহমেদ। সিডনিতেও এমন এক নায়কের খোঁজে সাকিব, ‘টি-টোয়েন্টি হচ্ছে মোমেন্টামের খেলা। মোমেন্টাম ধরার সঙ্গে সেটা বজায় রাখাও খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতে পারফরমারের সংখ্যা খুব বেশি থাকে না।

কম পারফরমার থাকে, কিন্তু পারফরম্যান্সটা বড় করতে হয়। আশা করছি কাল (আজ) আর একটি সুযোগ থাকছে। যারা একাদশে খেলবে, তাদের মধ্যে কারও একজন হিরো হওয়ার সম্ভাবনা আছে। এই হিরোটা কে হবে, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

তবে কোনো চাপ কিংবা নির্দিষ্ট কোনো চিন্তা নয়, বাংলাদেশ ম্যাচটা খেলতে চায় মুক্ত মনে। সাকিব বললেন, ‘আমাদের মানসিকতাই থাকবে এমন, আমরা খোলা মনে খেলাটা উপভোগ করতে চাই। অবশ্যই আক্রমণাত্মক ও রোমাঞ্চকর ম্যাচ খেলতে চাই। আর দিন শেষে অবশ্যই হাসিমুখে ফিরতে চাই।’

হাসিমুখে ফিরতে হলে বোলিংয়ের সঙ্গে আইসিসির রানপ্রসবা উইকেটে ভালো ব্যাটিংও করতে হবে বাংলাদেশকে। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের মিডল অর্ডার যেভাবে ধসে পড়েছে, সেটি নিয়ে চিন্তিত সাকিব। তবে অধিনায়ক মনে করেন, ‘এখানে হয়তো ১৮০ করতে হবে। পুরো দল মিলে আমরা কীভাবে ১৮০-১৯০ করতে পারি কিংবা এমনও হতে পারে, ১৩০ রানের পিচও হতে পারে। সেটা আমরা যেন করতে পারি। সেটা ওপেনার, মিডল অর্ডার নাকি লোয়ার অর্ডার করল...যে কেউ করতে পারে এবং সেটাতেই খুশি। সবাই যা যা করেছি তার থেকে যেন প্রতি ম্যাচে ৫-১০ শতাংশ বেশি উন্নতি করতে পারি।’

সাকিবের কণ্ঠে আলাদাভাবে প্রশংসা ঝরল দলের ফাস্ট বোলারদের নিয়ে। আর সেই বোলিং আক্রমণের নেতা হিসেবে তিনি তাসকিন আহমেদের নাম ঘোষণা করেছেন।

সাকিব বলেছেন, ‘মাশরাফির বিদায়ের পর সে (পেস বোলিংয়ের) একজন নেতা হয়ে উঠেছে। গত ২-৩ বছরে বাংলাদেশের হয়ে ধারাবাহিক ভালো বোলিং করছে। সে উদাহরণ তৈরি করে এগিয়ে যাচ্ছে।’

প্রতিপক্ষ ব্যাটারদের দুর্বলতা আর নিজেদের শক্তি বিবেচনা করে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ঘায়েল করতে চায় তাদের পেস আক্রমণ দিয়ে। সাকিব প্রোটিয়াদের এই শক্তি নিয়ে খুব একটি চিন্তিত নন, ‘দক্ষিণ আফ্রিকার পেস বোলারদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি, ওয়ানডে যদিও। আইসিসি ইভেন্টেও যখন খেলেছি...আমরা জানি যে ওরা কী আক্রমণ করতে পারে আমাদের। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি এবং বেশির ভাগ ক্ষেত্রেই আমরা সফল ছিলাম। আশা করব, ওই পরিকল্পনাগুলোর পাল্টা জবাব দিতে পারব। আমরা যদি ওদের পরিকল্পনার পাল্টা জবাব দিতে পারি, তাহলে আশাবাদী যে আমরা এগিয়ে থাকব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ