হোম > ছাপা সংস্করণ

ভোট না দেওয়ায় শিক্ষকের ওপর হামলা, থানায় মামলা

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় এক সহকারী শিক্ষকের ওপর হামলা চালিয়েছে নবনির্বাচিত ইউপি সদস্যের লোকজন। আহত ওই শিক্ষকের নাম শ্রী নির্মল চন্দ্র রায়।

তিনি উপজেলার নেকবক্ত চরভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে ভুক্তভোগী ওই শিক্ষক থানায় একটি মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেন সিদ্বেশ্বরী এলাকার বাসিন্দা আবু মুসা ওরফে লাল খাঁ।

নির্বাচনী প্রচার চলাকালীন ওই সদস্য প্রার্থী নির্মল চন্দ্রের বাড়িতে ভোট চাইতে গেলে তিনি তাঁকে ভোট দেবেন বলে আশ্বাস দেন এবং পরবর্তীকালে নির্বাচনে তিনি জয়ী হন।

কিন্তু গত বৃহস্পতিবার দুপুরে ভোট না দেওয়ার অভিযোগ এনে ওই শিক্ষকের বাড়ি যাওয়ার রাস্তায় রোধ করে তাঁর ওপর হামলা চালান নবনির্বাচিত ইউপি সদস্য আবু মুসা ও তাঁর লোকজন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে অভিযুক্ত ইউপি সদস্য আবু মুসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মামলার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ