হোম > ছাপা সংস্করণ

উমাইয়া আমলের মুদ্রাব্যবস্থা

ইজাজুল হক

শুরুর দিকে উমাইয়া শাসকেরা ইরাক-ইরানে সাসানীয় রুপার মুদ্রা এবং সিরিয়া-মিসরে বাইজানটাইনদের সোনা ও তামার মুদ্রা ব্যবহার করতেন। ৬১৫ থেকে ৭০৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করা খলিফা আবদুল মালিক ইবনে মারওয়ানই প্রথম উমাইয়া স্বর্ণমুদ্রা চালু করেন। সম্ভবত ৬৯১-৯২ সালেই এই মুদ্রা চালু করা হয়। এতে বাইজানটাইন সম্রাট ক্ষুব্ধ হয়েছিলেন এবং আরব স্বর্ণমুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানিয়ে যুদ্ধ ঘোষণা করেছিলেন।

নতুন এই মুদ্রার নাম দেওয়া হয়েছিল দিনার। ওজন ও আকারে এটি বাইজানটাইন মুদ্রা সলিডাসের মতোই। তবে এই মুদ্রায় কোনো মূর্তি বা প্রতিকৃতি ছিল না। মুদ্রায় আরবি হরফে লেখা ছিল—‘আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল।’ নতুন এই মুদ্রার প্রতিক্রিয়ায় বাইজানটাইন সম্রাট ক্রুশ-সংবলিত নতুন মুদ্রা চালু করেছিলেন।

 ১৯৯৩ সালে খলিফা আবদুল মালিক নতুন একটি দিনার চালু করেন। যেখানে আলখেল্লা পরে তলোয়ার হাতে দাঁড়িয়ে থাকা খলিফার প্রতিকৃতি যুক্ত করা হয়। চারপাশে আরবি হরফে লেখা হয় কালেমায়ে তাইয়েবা। এই মুদ্রার প্রতিক্রিয়ায়ও বাইজানটাইন সম্রাট আরেকটি মুদ্রা চালু করেছিলেন। এ ঘটনায় খলিফা ক্ষুব্ধ হন এবং ৬৯৭

সালে প্রতিকৃতি ও অলংকরণ বাদ দিয়ে প্রথম ইসলামি মুদ্রা চালু করেন। যেখানে উভয় পাশে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা ছিল। মুদ্রাটি চালু করে খলিফা ফরমান জারি করেন যে উমাইয়া সাম্রাজ্যে এই মুদ্রাই ব্যবহৃত হবে এবং অন্যান্য সব মুদ্রা রাজকোষে জমা দিতে হবে। সেগুলো গলিয়ে ইসলামি মুদ্রা বানানো হয় এবং যারা এই আদেশ অমান্য করেছিল, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাষ্ট্র এসব মুদ্রার মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করত। উমাইয়া আমলের স্বর্ণমুদ্রার টাঁকশাল ছিল রাজধানী দামেস্কে। অবশ্য রৌপ্য ও তামার মুদ্রা অন্যত্রও তৈরি হতো। উত্তর আফ্রিকা ও স্পেন বিজয়ের পর সেখানেও টাঁকশাল গড়ে ওঠে।

তখনকার মুদ্রায় টাঁকশালের অবস্থান, তারিখ ও শাসকের নাম লেখা থাকত। নতুন খলিফা ক্ষমতায় এলে তিনি নিজের নামে মুদ্রা চালু করতেন। বিভিন্ন এলাকার বিদ্রোহী শাসকেরাও নিজেদের নামে মুদ্রা চালু করতেন। এসব মুদ্রা ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। 

সূত্র: মুসলিম হেরিটেজ ডটকম

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ