লালমাই উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাগমারা বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ পরান সওদাগরের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, জেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান শাহীন, অর্থমন্ত্রীর পিও মিজানুর রহমান, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আয়াত উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সারওয়ার বলেন, নৌকার প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।