বাগেরহাটের মোল্লাহাটে বুদ্ধিপ্রতিবন্ধী মনির শেখ (৩০) হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য মামুন শেখকে (৩৮) গ্রেপ্তার করেছে মোল্লাহাট থানা-পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সদর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন শেখ উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের বাসিন্দা।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার সদর এলাকায় অভিযান চালিয়ে মনির শেখ হত্যা মামলার পরিকল্পনাকারী ইউপি সদস্য মামুন শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মনির শেখ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তবে কী কারণে মনিরকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। আসামিকে বাগেরহাট আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান ওসি।
গত ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে একটি পরিত্যক্ত ঘর থেকে জবাই করা অবস্থায় মনির শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মনির শেখ উপজেলার শাসন গ্রামের মজিদ শেখের ছেলে। সে বুদ্ধিপ্রতিবন্ধী হলেও পেশায় কৃষক ছিলেন।
এ ঘটনায় মনির শেখের ভাই কবির শেখ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মনির হত্যা মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।