আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তায় ঝুলে থাকা ডিশের তারে পেঁচিয়ে সড়ক দুর্ঘটনায় শরীফুল ইসলাম (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাতে আখাউড়া উপজেলার শৌন লৌহঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আখাউড়া থানার উপপরিদর্শক জাকির হোসেন জানান, মোগড়া বাজারের ভাড়া বাসা থেকে ভোররাতে মোটরসাইকেলে করে গাড়ি (মাইক্রো) আনতে মালিকের বাড়ি যাওয়ার সময় শৌন লৌহঘর এলাকায় ডিশের তারে পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়েন। দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকার পর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।