সারাদেশের মতো গোপালগঞ্জ ও বাগেরহাটে নানা আয়োজনে পালিত হয়েছে জেলহত্যা দিবস। এ উপলক্ষে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি গোপালগঞ্জে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযথ মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা ও ’৭৫ এর সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়েরসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা।
বাগেরহাট: যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে শহরের রেলরোডের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
পরে বিকেলে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভুঁইয়া, সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, ফরিদা আক্তার বানু লুসি, ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহসভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন প্রমুখ।