মেলায় আবাসন কোম্পানিসমূহের পাশাপাশি ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্টল বরাদ্দ নিয়েছে। তারা মেলায় স্বল্পসুদে ঋণ, ঋণের কিস্তি, কার্ড প্রভৃতি সুবিধাসংবলিত পসরা নিয়ে উপস্থিত হয়েছে। এসব অফারসংবলিত নানা ধরনের কার্ড, হ্যান্ডবিলি, প্রসপেকটাসও সরবরাহ করা হচ্ছে। তবে বিশেষ আকর্ষণ হলো গৃহঋণ বৃদ্ধি। কোনো কোনো প্রতিষ্ঠান ছোটখাটো গিফট সামগ্রীও স্টলে সাজিয়ে রেখেছে। তারা সাধারণ গ্রাহককে আকৃষ্ট করার জন্য বিশেষ বিশেষ অফারও দিচ্ছে।
মেলা ঘুরে দেখা গেছে, আবাসন খাতে ব্যাংকঋণের সুদহার বেশি হওয়ায় এত দিন অনেকেই তেমন একটা আগ্রহ দেখাননি। তবে সুদহার এক অঙ্কের ঘরে আসার পরই বেড়েছে ঋণের চাহিদা এবং গৃহঋণও। এ ঋণ নেওয়ার ফলে বেড়েছে ফ্ল্যাট ক্রেতার সংখ্যাও। এমনকি করোনাভাইরাস মহামারির সময়েও ফ্ল্যাট বিক্রির রেকর্ড হয়েছে।
কয়েকজন গ্রাহক জানান, পছন্দের ফ্ল্যাট থাকলেও অনেকেই টাকার অভাবে কিনতে পারেন না। তাঁদের পছন্দের ফ্ল্যাট কিনতে স্বল্পসুদে ঋণ পেতে তাঁরা মেলায় এসেছেন।