হোম > ছাপা সংস্করণ

বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর সব মাধ্যম থেকে বৈষম্য দূর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার চলচ্চিত্র অঙ্গনে বৈষম্য দূর করার জন্য গঠিত হচ্ছে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্মাতা বদিউল আলম খোকনকে। সদস্যসচিব হিসেবে আছেন অভিনেতা শিবা শানু।

বদিউল আলম খোকন জানান, চলচ্চিত্রের সব বৈষম্য দূর করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করবে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা লক্ষ করেছি, চলচ্চিত্রে রাজনৈতিক পরিচয় দিয়ে অনেক অযোগ্য মানুষ সুযোগ-সুবিধা নিয়েছেন। সিনেমার অনুদান, পুরস্কার নিয়ে তো সমালোচনা আছেই, পাশাপাশি চলচ্চিত্রে ক্ষমতায়নেও অযোগ্যতার প্রভাব দেখা গেছে। যার ফলে মেধার সঠিক বিকাশ হয়নি, কাজের পরিবেশ নষ্ট হয়েছে, সম্প্রীতি নষ্ট হয়েছে। সব মিলিয়ে দর্শকের কাছে চলচ্চিত্রের ইমেজ সংকটের মুখে পড়েছে। আমরা চাই, মেধাবীরা যেন বঞ্চিত না হন, অযোগ্যরা যেন কোনো কোটায় এগিয়ে না যান। মত, ধর্ম, জাত যতই ভিন্ন হোক, আমরা চলচ্চিত্রের মানুষ হিসেবে এক থাকব, সেটা নিশ্চিত করতে হবে।’

সরকার পতনের পর অনেক শিল্পী আত্মগোপনে আছেন। অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিষয়েও শিল্পীদের পক্ষে কাজ করার কথা জানান বদিউল আলম খোকন। তিনি বলেন, ‘অনেক শিল্পীর নামে মামলা হচ্ছে। সেগুলোতেও আমরা দৃষ্টি রাখব। আমাদের কোনো ভাই, বোন বা বন্ধুরা যেন হয়রানির শিকার না হন, সেদিকে সোচ্চার থাকব সবাই। কেউ অপরাধী হলে তার সাজা হোক, সেটা আইনি ব্যাপার। কিন্তু আমরা কোনো হয়রানি চাই না।’

কার্যকরী কমিটি গঠনের আগপর্যন্ত দায়িত্ব পালন করবেন বদিউল আলম খোকন। ইতিমধ্যে দেড় শতাধিক শিল্পীর তালিকা করা হয়েছে। তাঁদের মধ্য থেকেই গঠিত হবে মূল কমিটি। শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ কমিটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ