হোম > ছাপা সংস্করণ

দেশে ফিরছেন শাকিব, থাকবেন এক মাস

চিত্রনায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন গত বছরের ১২ নভেম্বর। এরপর কয়েকবার দেশে ফেরার কথা থাকলেও ফিরতে পারেননি। ঈদে শাকিবের দুটি সিনেমা মুক্তি পাচ্ছে—‘গলুই’ ও ‘বিদ্রোহী’। জানা গেছে, এ দুটি সিনেমার প্রচারণায় অংশ নিতে দেশে আসছেন তিনি। ২৫ এপ্রিল শাকিবের ঢাকায় পা রাখার কথা। এক মাস দেশে থাকবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘সিনেমার প্রচারণায় তাঁর থাকার বিষয়ে কথা হয়েছিল। যদি তিনি ওই তারিখে আসেন, ওই কয়েক দিনে তিনি সিনেমার সব প্রমোশনে অংশ নিতে পারবেন।’ এরই মধ্যে প্রকাশ হয়েছে ‘গলুই’ সিনেমার টিজার ও একটি গান। শাকিবকে নিয়ে ব্যতিক্রমী প্রচারণার পরিকল্পনা করা হচ্ছে—জানিয়ে প্রযোজক খসরু বলেন, ‘সারা দেশে পোস্টার, ব্যানার দেওয়া হবে। ঈদের কয়েক দিন আগে থেকে ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি দিয়ে প্রচারণা চলবে। শাকিবকে নিয়েও ব্যতিক্রমী প্রচারণার পরিকল্পনা আছে।’

‘গলুই’ সিনেমার নির্মাতা এস এ হক অলিকও জানালেন একই তথ্য। অলিক বলেন, ‘গলুইয়ের প্রচারণা চলছে পুরোদমে। শাকিব খান দেশে এলে প্রচারণার গতি আরও বাড়বে।’ এ সিনেমায় শাকিবের সঙ্গে আছেন পূজা চেরী। অন্যদিকে ‘বিদ্রোহী’তে তাঁর নায়িকা হিসেবে আছেন বুবলী।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান। জানা গেছে, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ‘রাজকুমার’ মুক্তির পরিকল্পনা আছে। জুন থেকে শুরু হবে সিনেমার শুটিং। এর আগেই যুক্তরাষ্ট্রে ফিরবেন শাকিব খান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ