নরসিংদীর বেলাবতে নারায়ণপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নারায়ণপুর ইউনিয়নের ভাটের চর চেয়ারম্যান বাড়িতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু তারেক আবদুল্লা আল হোসাইন ভূঁইয়ার। সভা পরিচালনা করেন সাবেক মেম্বার মফিজ উদ্দিন। উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাওসার, নরসিংদী জেলা বিএনপির সদস্য আবদুল খালেক মাস্টার, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ভূঁইয়া, নরসিংদী জেলার বিএনপির সদস্য কামরুল হুদা কাজলসহ স্থানীয় বিনএনপির নেতা কর্মীরা।