পটুয়াখালীতে উপ–খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে গত শুক্রবার রাতে এ মামলা করেন। মামলায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাকসুদুর রহমান (৩০) ও পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল হোসেনসহ (৩০) ৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গ্রেপ্তার অন্য আসামিরা হচ্ছেন কাওছারুল আলম (৩০), জহিরুল ইসলাম (৩১), অলিউল ইসলাম (৩২) ও শিমু আক্তার (৩১)।
গত শুক্রবার অনুষ্ঠিত উপ–খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে শিমু আক্তার নামে ওই পরীক্ষার্থীর কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। বিষয়টি কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ শিমু আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী অন্য পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। তাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে শুক্রবার রাতেই পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পরে গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এক নারীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।