হোম > ছাপা সংস্করণ

ভোটকেন্দ্র দখলের হুমকি দুর্গাপুরের মেয়রের

রাজশাহী প্রতিনিধি

দুর্গাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানো ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার নির্বাচন অফিসে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন পানানগর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আদম আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, পৌর মেয়র তোফাজ্জল হোসেন ও তাঁর দুই ছেলে মো. মনি ও সাজেদুর রহমান মিঠু প্রতিদিন সন্ধ্যায় পানানগর ইউপির গ্রামে গিয়ে ভোটারদের বলছেন, ২৬ তারিখে ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নেই। আর কেন্দ্রে গেলে প্রকাশ্যে নৌকায় সিল মারতে হবে। মেয়র ও তাঁর দুই ছেলে সূর্যভাগ, বেলঘরিয়া, তেবিলা, আড়বাব, নারায়ণপুর ও পানানগর ভোটকেন্দ্র দখল করার ঘোষণা দিয়েছেন। কেউ বাধা দিলে লাশ ফেলে দেওয়া হবে। এতে ভোটাররা ভীতসন্ত্রস্ত। ১৬ ডিসেম্বর মেয়রের ছেলে মনি তাঁর বাবার পিস্তল দেখিয়ে ঘোড়া প্রতীকের এক প্রচারকর্মীকে ভয় দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে ২০১৯ সালে দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র তোফাজ্জল হোসেনসহ ১১ জনকে আটক করে পুলিশ। তখন ভ্রাম্যমাণ আদালত তাঁদের পাঁচ দিন করে কারাদণ্ড দেন।

এদিকে গতকালও নির্বাচনীবিধি লঙ্ঘন করে পৌর মেয়র নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে নামেন। গতকাল বিকেল ৫টার দিকে তিনি দলীয় নেতা-কর্মী নিয়ে গণসংযোগে ব্যস্ত ছিলেন।

ভোটারদের ভয় দেখানোর অভিযোগের বিষয়ে মেয়র তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি ইউপি নির্বাচনে নৌকার প্রচারে যাব না? অবশ্যই যাব। তবে ভয়ভীতি দেখানোর অভিযোগ সঠিক না। আমার ছেলেরাও কাউকে ভয় দেখায়নি।’

জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমি সারা দিন বাইরে ছিলাম। সবে অফিসে এসেছি। এখনো অভিযোগপত্র দেখিনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

২৬ ডিসেম্বর পানানগর ইউপিতে ভোট। ওই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজাহার আলী খান। আর আদম আলী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীকে নির্বাচন করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ