হোম > ছাপা সংস্করণ

টিকা সংকটে একদিন আগেই বন্ধ কার্যক্রম

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে ১৫টি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের করোনা সুরক্ষায় টিকাদান ঘোষিত তারিখের এক দিন আগেই বন্ধ হয়ে গেছে। ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা সাগ্রহে টিকা গ্রহণ করলেও পর্যাপ্ত টিকা না থাকায় গতকাল মঙ্গলবার বিকেলে তা বন্ধ হয়ে যায়। তবে বরাদ্দ পেলে আবার টিকাদান শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন খীসা আজকের পত্রিকাকে জানান, উপজেলার ১৩টি মাধ্যমিক স্কুল-মাদ্রাসা ও ২টি কলেজের সব শিক্ষার্থীকে ফাইজারের টিকাদান কার্যক্রম ১০ থেকে ১২ জানুয়ারি নির্ধারণ করা হয়। এ জন্য উপজেলা পরিষদের আইসিটি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীদের পাশাপাশি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা টিকা কার্যক্রমে অংশ নিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী প্রথম ধাপে টিকা নিতে পারবে। গত দুই দিনে ৩ হাজার ৩০০ শিক্ষার্থী টিকা গ্রহণ করেছে।

রতন খীসা জানান, করোনার টিকাদানের প্রথমার্ধে মানুষের মধ্যে টিকা গ্রহণে অনীহা ও ভয়ে থাকলেও এখন শিশু-কিশোরেরাও সাগ্রহে টিকা নিতে ছুটে আসছে।

ফলে ঘোষিত তারিখের আগেই মঙ্গলবার বিকেল ৩টার পরই পাওয়া টিকার ডোজ শেষ হয়ে যায়। টিকা না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে দেওয়া চাহিদার বাইরেও শিক্ষার্থী আসায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত টিকা চাওয়া হয়েছে। আশা করা হচ্ছে পরবর্তীতে সংকট হবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ