পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আরিফা আহমেদ অনন্যার মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার শহরের ক্লাব রোডে এই কর্মসূচি পালন করা হয়। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন আরিফার দাদা আবু হোসেন, বোন কানিজ ফাতিমা সোনিয়া, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল যুবাইর, মাহমুদুল হাসান ফয়সাল, সাদিয়া আফরিন রুমী, আবিদ হাসান অমি, লিমন শিকদার, ইমন শেখ, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আরিফার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।