স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হয়েছে কনসার্ট। এসব কনসার্টে অংশ নেবেন দেশের খ্যাতিমান শিল্পীরা।
বাগেরহাটে জেমস ও চিরকুট
আজ বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ‘স্বাধীনতা কনসার্টে’ গাইবেন নগরবাউলখ্যাত জেমস। বাগেরহাটে জেমসের এটাই প্রথম কনসার্ট। ‘স্বাধীনতা কনসার্ট’ শিরোনামের এই অনুষ্ঠানে আরও গাইবে ব্যান্ড ‘চিরকুট’ এবং কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীরা। বিশেষ পারফরম্যান্স নিয়ে থাকবেন চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, চিত্রনায়ক নিরবসহ অনেকেই।
চট্টগ্রামে শিরোনামহীন
টানা তিন দিন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় শো করবে ব্যান্ড শিরোনামহীন। ব্যান্ডের দলনেতা জিয়া জানান, ২৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৭ মার্চ চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ২৮ মার্চ আনোয়ারা মডেল হাইস্কুলের কনসার্টে অংশ নেবে শিরোনামহীন।
যমুনা ফিউচার পার্কে রক ব্যান্ড
যমুনা ফিউচার পার্কে আয়োজন করা হয়েছে রক ভ্যাক্সিন ২০২২ কনসার্ট। এতে অংশ নিচ্ছে ইজেড, ব্ল্যাক, কার্নিভাল, ট্রেইনরেক, আইকনিকবন্ড, অ্যাটাভিস্টস, শ্রদ্ধার মতো ব্যান্ডগুলো।
রংপুরে লিজা
২০০৮-এর ‘ক্লোজআপ ওয়ান’ বিজয়ী গায়িকা লিজা আজ রংপুর মাতাবেন। লিজা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে রংপুরের হারাগাছ পৌরসভার মেয়র এই কনসার্টের আয়োজন করেছেন। লিজা মঞ্চে উঠবেন সন্ধ্যা ৭টায়। সঙ্গে থাকবেন তাঁর ব্যান্ড লিজা অ্যান্ড লাইটসের সদস্যরা।