বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সিলেটে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ কর্মসূচি করেছে ছাত্রদল। গতকাল শনিবার দুপুর ১২টায় জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে সিলেট মুসলিম সাহিত্য সংসদে এই বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশের আগে জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিলসহ সমাবেশ স্থলে এসে হাজির হন। সমাবেশে ছাত্রদলের নেতা–কর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন সমাবেশে সভাপতিত্ব করেন। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় প্রধান ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি সাজিদ হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) রায়হান আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি অ্যাশ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম।
সমাবেশে বক্তব্য দেন মুহিবুর রহমান লিটন, ফাহিম রহমান মৌসুম, আশরাফ উদ্দীন রাজিব, নুরুল আমিন, ছদরুল ইসলাম লোকমান প্রমুখ।