হোম > ছাপা সংস্করণ

দুপুরে বিদ্রোহী বিকেলে আ.লীগের মনোনয়ন

ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার আগানগর ইউপিতে মো. হুমায়ূন কবির দলের বিদ্রোহী হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দুপুরে মনোনয়নপত্র দাখিলের পর বিকেলে জানতে পারেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। গত সোমবার রাতে ফেসবুক ও বিভিন্ন সূত্রে জানতে পারেন আগানগর ইউপিতে নৌকার মনোনয়ন পেয়েছেন ডেলিগেট ভোটে প্রথম হওয়া শফিকুল ইসলাম হিরা। এমন খবরের পরদিন মঙ্গলবার দুপুরে ডেলিগেট ভোটে তৃতীয় হওয়া হুমায়ুন কবীর উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলিম রানার কাছে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল প্রতীক চেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন দাখিলের ৩ ঘণ্টা পর বিকেলের দিকে জানতে পারেন তিনি নৌকার মনোনয়ন পেয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে মো. হুমায়ূন কবির বলেন, উপজেলা আওয়ামী লীগের আয়োজিত তৃণমূলের ডেলিগেট ভোটে তিনি ১০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ডেলিগেট ভোটে শফিকুল ইসলাম হিরা ২০ ভোট পেয়ে প্রথম এবং ১৯ ভোট পেয়ে সেলিম আহমেদ দ্বিতীয় হন।

হুমায়ুন কবির আরও বলেন, ভেবেছিলাম আমি আওয়ামী লীগের মনোনয়ন পাব না। এ কারণে মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি। কিন্তু দাখিলের ৩ ঘণ্টা পর বিকেলে জানতে পারি আমি নৌকার মনোনয়ন পেয়েছি। খবরটি শুনে আমি অবাক হয়ে যাই।’

এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আলিম রানা বলেন, চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. হুমায়ূন কবির মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আর উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা বলেন, হুমায়ূন কবিরের মনোনয়নপত্রটি স্বতন্ত্র হিসেবে জমা হলেও, পরে আওয়ামী লীগের সভানেত্রীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রটি জমা দিলে তা ঠিক করে দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ