টাঙ্গাইলের সখীপুরে বজ্রপাত প্রতিরোধে পাঁচ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদের উদ্যোগে এসব তাল বীজ রোপণ করা হয়। দুই মাসে চার ধাপে এ বীজ রোপণ করা হয়। গতকাল বৃহস্পতিবার এ কর্মসূচি শেষ হয়।
তাল বীজ রোপণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্যসচিব তাহমিদ রাজ সোহেল বলেন, বৃহস্পতিবার এক হাজার তাল বীজ রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হলো। উপজেলার বেতুয়া ও কালিয়ান গ্রামবাসী এই তাল বীজ সংগ্রহ ও রোপণে সহযোগিতা করেছেন। এসব চারা বড় না হওয়া পর্যন্ত গ্রামের তরুণেরা দেখাশোনা করবেন।
এর আগে ১৮ সেপ্টেম্বর পাঁচ হাজার তাল বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রকৌশলী আতাউল মাহমুদ। কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, বজ্রপাতের হাত থেকে মানুষ এবং প্রকৃতিকে রক্ষা করতে তাল বীজ রোপণ করা হচ্ছে। তাল গাছ শুধু বজ্রপাতকে প্রতিহত করে না, এটি নদী ভাঙনের হাত থেকেও মাটিকে রক্ষা করে। শালগ্রামপুর থেকে তেজপুর সড়ক, বেতুয়া-কালিয়ান-তেজপুর সড়কের দুপাশ, নকিল বিল ও টংকী নদীর দুইপাড়েও তাল বীজ লাগানো হবে।