সিঙ্গাইরে এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজমুল গাজীকে (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।। গতকাল রোববার দুপুরে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিঙ্গাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওই নারী ঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত নাজমুল গাজী তাঁর ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরে ওই নারীকে নাজমুল গাজী ধর্ষণ করে। ভুক্তভোগী নারী বিষয়টি তাঁর স্বামীর কাছে জানালে তারা মামলার সিদ্ধান্ত নেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’