ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে আবু তাহের ও নবীর হোসেন নামে দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা সেবনের ফয়েল পেপার, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ২৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। গত রোববার রাতে উপজেলার দুলালপুর এলাকা ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ঈদগাহ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। এতে সহযোগিতা করেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত রোববার রাতে উপজেলার দুলালপুর বাজারের কসাই বাড়ি থেকে আবু তাহেরকে ২৫টি ইয়াবা বড়ি, ইয়াবা সেবনের ফয়েল পেপার ও ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
একই দিন রাতে ব্রাহ্মণপাড়া সদরের দক্ষিণ পাড়া ঈদগাহ সংলগ্ন এলাকায় আলী মিয়া সর্দারের বাড়ি থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নবীর হোসেন (৩৬) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।
ইউএনও সোহেল রানা বলেন, ‘আবু তাহেরের নামে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।’