গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে সংরক্ষিত মহিলা আসনে ৯৩ জন ও সাধারণ আসনে ২৯৬ জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় উপজেলার হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা খায়রুল হাসান। তিনি বলেন, উপজেলার কলাবাড়ি, সাদুল্লাপুর, রাধাগঞ্জ, বান্ধাবাড়ি, কুশলা, হিরণ, পিঞ্জুরী, কান্দি, শুয়াগ্রাম ও আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এর মধ্যে গতকাল দুপুরে হঠাৎ হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি হওয়ায় হিরণ, কুশলা ও কলাবাড়ি ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে।