হোম > ছাপা সংস্করণ

তেঁতুলিয়ায় ১৪ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

হিমালয়কন্যা খ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শুরু হয়ে গেছে আগাম শীতের আমেজ। হিমালয় অনেক কাছে হওয়ায় এখনই উপজেলাজুড়ে বইছে পাহাড়ি হিমেল হাওয়া ও কনকনে শীত। দিনের বেলা কিছুটা গরম দেখা গেলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তর দিক থেকে হিম বাতাস বইতে শুরু করে। আর মধ্য রাতের পর থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকে চারপাশ। তেঁতুলিয়ায় তাপমাত্রা দিন দিন কমছেই। কনকনে শীত অনুভূত হওয়ায় গরিব অসহায় ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন দুর্ভোগে।

গতকাল রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, টানা ১৪ দিন সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো তেঁতুলিয়ায়। গত শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি। ১ মাস ধরে এ জেলায় ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে ১৪ ডিগ্রির ঘরে নেমেছে।

সরেজমিন দেখা যায়, কয়েক দিন ধরে উপজেলার ৭টি ইউনিয়নজুড়ে হিমেল হাওয়া আর শীত। প্রতিবছরের ন্যায় এবারও নির্দিষ্ট সময়ের আগেই শীতের আমেজ শুরু হয়েছে। এতে করে খেটে খাওয়া ও গরিব মানুষেরা বিপাকে পড়েছেন। দেবনগর ইউনিয়নের পাথর উত্তোলন শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, গত কয়েক দিন কনকনে শীত অনুভূত হওয়ায় কাজে সমস্যা হচ্ছে। আগে সকাল সকাল নদীতে নামলেও কয়েক দিন ধরে সূর্যের আলো দেখার পর নামতে হচ্ছে। ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাতাস ও কনকনে শীত। এ জন্য সড়ক আগেভাগেই ফাঁকা হয়ে যায়। আর আমরাও আগের মতো যাত্রী পাই না। শীত লাগলেও পেটের দায়ে বসে থাকতে হয়।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তেঁতুলিয়ায় অক্টোবর-নভেম্বরের শুরু থেকে সন্ধ্যার পর শিশির বিন্দু পড়ার কারণে শেষরাতে শীত অনুভূত হয়। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ উপজেলায় শীত একটু বেশিই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, কনকনে শীতে যেন গরিব মানুষেরা দুর্ভোগে না পড়েন, তাই স্থানীয় প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ