হোম > ছাপা সংস্করণ

মন্দিরে হামলার অভিযোগে মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের মগদেশ্বরী মন্দিরে হামলার অভিযোগে মামলা করা করেছে। গত রোববার রাতে মন্দির কমিটির সভাপতি ও পুরোহিত হিমাংশু বিমল নাথ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) টিবলু মজুমদার।

মামলার বাদী হিমাংশু বিমল নাথ বলেন, দুর্বৃত্তরা গত শনিবার রাতে মন্দিরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা মন্দিরের ভেতরে থাকা পিতলের ঘট ও মগদেশ্বরী মন্দিরের দান বক্সের তালা ভাঙার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তাঁরা তিনটি মাটির ঘট ভেঙে দেয়। এ বিষয়ে মন্দির পরিচালনা কমিটির লোকজন ও পূজা উদ্‌যাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার করে মামলাটি করা হয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক বলেন, মন্দিরে চুরির চেষ্টায় ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা এ ভাঙচুর করেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত রোববার বিকেলে মগদ্বেশ্বরী মন্দির পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, পরিদর্শক (তদন্ত) সুমন বণিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ