গানবাংলা টিভির ভিন্নধর্মী গানের অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’। এ আয়োজনে এবার এল নতুন গান ‘কানার হাটবাজার’। কৌশিক হোসেন তাপসের সংগীতায়োজনে বিশ্বের স্বনামধন্য যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রিংকু। ২০১৮ সালের পর ২০২০ সালে দ্বিতীয়বারের মতো স্ট্রোক করার পর গান গাওয়া থেকে বিরতি নিয়েছিলেন রিংকু। সুস্থ হয়ে গত বছর একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। চলতি বছরে এটাই তাঁর গাওয়া প্রথম গান। মনমোহন দত্তের এই গান গতকাল শুক্রবার থেকে সম্প্রচারিত হচ্ছে গানবাংলা টিভিতে। দেখা যাচ্ছে গানবাংলার ইউটিউব চ্যানেলেও।
বাংলা গানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে ফারজানা মুন্নী ও কৌশিক হোসেন তাপসের প্রযোজনায় উইন্ড অব চেঞ্জের যাত্রা শুরু হয় ২০১৬ সালে। যাত্রা শুরুর পর থেকেই উইন্ড অব চেঞ্জ দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের ৩০টি দেশের শতাধিক মিউজিশিয়ানের অংশগ্রহণে এ আয়োজনে বিভিন্ন ধারার দেশীয় জনপ্রিয় গানগুলো পেয়েছে নতুন মাত্রা। সেই ধারাবাহিকতায় ‘কানার হাটবাজার’ গানটিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে, আশা করছেন সংগীতশিল্পী রিংকু।