মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি দেলোয়ার হোসেন মোড়ল নামে এক রোগীকে চিকিৎসক পরপর ৪টি ইনজেকশন পুশ করার পরে মারা গেছেন বলে স্বজনরা অভিযোগ করেছেন। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে ওই চিকিৎসক হাসপাতালে অনুপস্থিত। তার মোবাইল ফোনও বন্ধ। রোগীর স্বজনরা অভিযোগ করেছেন ভুল চিকৎসায় দেলোয়ার হোসেন মারা গেছেন। নিহত দেলোয়ার হোসেন মোড়ল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর খোয়াজপুর গ্রামের মৃত সলেমান মোড়লের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, গত ২১ সেপ্টেম্বর বিকেলে জ্বর ও হাতের ব্যাথা নিয়ে সদর হাসপাতালের মেডিকেল অফিসার আল শাহরিয়ার শাকিলকে দেখান দোলোয়ার হোসন মোড়ল। স্থানীয় মঠেরবাজারে একটি ফার্মেসিতে দোলোয়ার হোসনকে প্রাথমিক চিকিৎসা দেন শাকিল। এ সময় তার শরীরে তিনটি ইনজেকশন পুশ করেন। তারপরে দেলোয়ার হোসেনকে তার বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু বাড়িতে গিয়ে বিশ্রাম নিলেও তার শরীরের অবস্থার আরও অবনতি হয়। গত সোমবার সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪টি ইনজেকশন পরপর পুশ করেন চিকিৎসক শাকিল। এসময় ইমাম যন্ত্রণায় ছটফট করছিলেন। পরে বেলা ৩টার দিকে মারা যান দোলোয়ার হোসেন মোড়ল। দেলোয়ার হোসেন মোড়লের ছেলে সিফাত মোড়ল বলেন, আমার বাবাকে ডাক্তার ইচ্ছে করে মেরে ফেলেছে। আমরা তার কঠোর বিচার চাই।’
মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম বলেন, স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, আমরা এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।