মনোহরদীতে শেয়াল কামড়ে আহত ১৩ মাস বয়সী এক শিশুসহ ৩ জন আহত হয়েছে। গত শুক্রবার উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া শেয়ালের কামড়ে জখম হয়েছে আরও অনেক গবাদিপশু।
খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামে শুক্রবার দুপুর ৩টার দিকে একটি শেয়াল ১৩ মাস বয়সী এক শিশুসহ ৩ জন কে কামড়ে আহত করেছে।
এর মধ্যে কৃষ্ণপুর গ্রামের মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হোসেনের ৪ বছর বয়সী মেয়ে আতিকা ও আনোয়ার হোসেনের ১৩ মাস বয়সী ছেলে আবির রয়েছে। তাঁদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাফেজ বিল্লাল হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।