ফেনী প্রতিনিধি
ফেনীতে ট্রেনে কাটা পড়ে যোগিনী সরকার (৪৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। গত রোববার রাতে শহরের সহদেবপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে ওই গৃহকর্মীর মৃত্যু হয়।
যোগিনী সরকার হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকার বাসিন্দা। তিনি ফেনী পৌরসভার উত্তর সহদেবপুরে ভাড়া বাসায় থেকে গৃহকর্মীর কাজ করতেন।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।