চান্দিনা প্রতিনিধি
চান্দিনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ মতবিনিময় সভা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় গনিপুর আবদুল মজিদ উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।
সভায় বাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সেলিম ভূঁইয়া সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন মজুমদার, মো. দেলোয়ার হোসেন।