হোম > ছাপা সংস্করণ

ইউপি সদস্য প্রার্থীর বাড়িতে আগুন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পদপ্রার্থীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চালাকচর ইউপি নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. হজরত আলীর বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হজরত আলী পশ্চিম চালাকচর গ্রামের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গত রোববার রাত দেড়টার দিকে বাড়ির দক্ষিণ পাশের গোয়াল ঘরে এ ঘটনা ঘটে বলে জানান হজরত আলী।

হজরত আলী বলেন, ‘রাত ১টার দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। দেড়টার দিকে গোয়াল ঘরের দরজায় শব্দ পেয়ে আমার ছেলে সজাগ হয়। পরে জানালা খুলে গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নেভায়। আগুনে ঘরের কিছু অংশ এবং ঘরের ভেতরে থাকা লাকড়ি পুড়ে যায়। তবে ঘরে কোনো গরু ছিল না। ধারণা করছি, নির্বাচনী প্রতিহিংসার কারণে আমার ক্ষতি করতে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’

এ ছাড়া নির্বাচনী প্রচার এবং পোস্টার টানাতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আনিচুর রহমান জানান, বিষয়টি রহস্যজনক, পুলিশ তদন্ত করে দেখছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ