হোম > ছাপা সংস্করণ

সেই ইউপি সদস্যপ্রার্থী বিপুল ভোটে পরাজিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মতিয়ার রহমান মোড়ল বিপুল ভোটে পরাজিত হয়েছেন। ভোটের আগের দিন তাঁর বৃদ্ধা আত্মীয়ার মৃত্যুর ঘটনাকে তিনি নির্বাচনে জয়ের কৌশল হিসেবে কাজে লাগাতে চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। হত্যা মামলা দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের গ্রামছাড়া করেছিলেন। শেষমেশ জয়ী হয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম।

গত সোমবার অনুষ্ঠিত ভোটে চাঁদপাই ইউপির ১ নম্বর ওয়ার্ডে শফিকুল পেয়েছেন ১ হাজার ৭১ ভোট। আর মতিয়ার রহমান মোড়ল পেয়েছেন ৫৯৩ ভোট।

উত্তর চাঁদপাই গ্রামের সত্তার ইজারদার, আকফার শেখ, গোলাম মোড়ল, লোকমান শেখ, রাজীব শেখসহ ২০ জন বাসিন্দা বলেন, গত রোববার সন্ধ্যায় ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও প্রার্থী মতিয়ার বের হয়েছিলেন টাকা দিয়ে ভোট কেনার জন্য। এ খবর পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁর ও তাঁর সহযোগীদের পথরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মতিয়ার নিজের মাথায় নিজে আঘাত করে চিৎকার করতে থাকেন। তাঁর চিৎকার শুনে দৌড়ে আসার সময় তাঁর আত্মীয়া রাস্তায় পড়ে যান। পরে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর কর্মী সমর্থকদের নামে হত্যা মামলা করেন।

জানতে চাইলে বিজয়ী প্রার্থী শফিকুল ইসলাম বলেন, ‘মতিয়ার ভোটের আগের দিন আমার ও আমার কর্মী-সমর্থকের নামে মিথ্যা হত্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছিল। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। এত কিছুর পরও সাধারণ ভোটারেরা ঐক্যবদ্ধ হয়ে আমাকে বিজয়ী করেছেন। এ বিজয় সত্যের, এ বিজয় জনগণের।’

এ বিষয়ে জানতে চাইলে মতিয়ার রহমান মোড়ল কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ