হোম > ছাপা সংস্করণ

তাঁদের হাতে বদলে যায় বাইক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এক সময় আবুল কালাম আজাদ ছিলেন মোটরসাইকেল (বাইক) মেকানিক। চুরির অভিযোগে একবার এলাকা থেকে বিতাড়িত হন। এরপরও ছাড়েননি চুরি। উল্টো নতুন কৌশল আয়ত্ত করেন। চুরি করা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নাম্বার পাল্টে ও জাল নথি বানিয়ে বিক্রি করেন।

গত বুধবার রাতে দুই সহযোগীসহ আবুল কালাম আজাদকে (২২) গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। একটি মোটরসাইকেল চুরির ঘটনা তদন্তে নেমে ওই রাতে নগরীর ধনিয়ালাপাড়া ও সীতাকুণ্ড থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি চুরি করা মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন মো. সাকিব (২২) ও দোলন দাশ (২৩)। আবুল কালাম এর আগে খুলশী, হাটহাজারী ও রাঙামাটি থেকে গ্রেপ্তার হয়েছিলেন বলেও জানায় পুলিশ।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, গত ৬ জানুয়ারি রাতে নগরীর বালুচরা এলাকায় একটি বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়। পরে চুরির সঙ্গে জড়িত ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি কামরুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবুল কালাম পেশাদার মোটরসাইকেল চোর। তিনি হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকার একটি গ্যারেজে মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন। পরে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় গণপিটুনির শিকার হয়ে এলাকা ছাড়েন। এরপর সীতাকুণ্ড উপজেলার জলিল টেক্সটাইল গেট এলাকায় চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িয়ে পড়েন। তাঁর সঙ্গে যোগ দেন আরেক মেকানিক সাকিব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ