হোম > ছাপা সংস্করণ

নির্বাচনে প্রার্থী হওয়ায় ছয়জনকে হত্যার হুমকি

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরের হাজিরপাড়া ইউনিয়নের মিরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে ছয়জন সদস্য প্রার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে তিনজনকে অস্ত্র ঠেকিয়ে প্রত্যাহার ফরমে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে জেলা শহরের একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ বিষয়ে দ্রুত প্রতিকার চাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এহতেশাম উদ্দিন মিঠু, জমিদাতা সদস্য অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক শহিদ উদ্দিন, জসিম উদ্দিন ও সুলতান সালাউদ্দিন ফাহাদ।

বিদ্যালয়ের বর্তমান দাতা সদস্য ফিরোজ মাহমুদ বাকীসহ তিনজনের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে সহিদ উদ্দিন চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। গত মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবু তালেবের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়।

ফিরোজ মাহমুদ বাকী সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি। অন্য অভিযুক্তরা হলেন চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন টিটু ও হাজিরপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাবেদ।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৩০ মার্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন। গত সোমবার প্রার্থীদের তথ্য যাচাইবাছাই করা হয়। দাতা সদস্যসহ ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৈধতা পান। এর মধ্যে ফিরোজ মাহমুদ বাকী ও তাঁর অনুসারী সালাউদ্দিন টিটু, আনোয়ার হোসেন তিনজন প্রার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। একপর্যায়ে তিন প্রার্থী মো. লিটন, মো. সবুজ ও আনোয়ার হোসেনের কাছ থেকে প্রত্যাহার ফরমে সই নেন তাঁরা। এসব ঘটনায় আইনের আশ্রয় নিলে হত্যা করে লাশ গুম করা হবে বলে বাকীসহ তাঁর অনুসারীরা হুমকি দেন।

ইউপি সদস্য এহতেশাম উদ্দিন মিঠু বলেন, গত ১০ বছর ধরে বাকী নির্বাচন দিচ্ছেন না।

তবে অভিযুক্ত ফিরোজ মাহমুদ বাকী দাবি করেন, কাউকে হুমকি দেওয়া হয়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ