হোম > ছাপা সংস্করণ

উত্তর ধুরুং গাউছিয়া আদর্শ দাখিল মাদ্রাসা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কক্সবাজারের উত্তর ধুরুং গাউছিয়া আদর্শ দাখিল মাদ্রাসার কার্যক্রম। ১৯৯৫ সালে নির্মিত ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় এখানে পাঠদান বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া বেড়িবাঁধ নির্মাণের সময় ভেঙে গেছে ১০টি শ্রেণিকক্ষের ৪ টি। এরপরও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শ্রেণি কার্যক্রম।

কুতুবদিয়া উপজেলা উত্তর ধুরুং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার বেড়িবাঁধের পাশেই এ মাদ্রাসার অবস্থান। ১৯৮৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা হয়। এর দুই বছর পর ১৯৮৭ সালে এমপিওভুক্ত হয় মাদ্রাসাটি। ১৯৯৫ সালে ৩ কক্ষ বিশিষ্ট এক তলা ভবন নির্মাণ করে ফ্যাসিলিটিজ বিভাগ। বর্তমানে সুপারের অফিস ও শিক্ষক মিলনায়তন, লাইব্রেরি, অফিস সহকারীর কাজ করছেন একই কক্ষে। বাকি দুটি কক্ষে চলছে শ্রেণি কার্যক্রম।

এ ছাড়া মাদ্রাসার নিজস্ব অর্থায়নে নির্মিত দক্ষিণ ও পূর্ব পাশের টিনশেড ভবনগুলোও ভেঙে গেছে। প্রায় ৬৫০ শিক্ষার্থীদের জন্য ১০টি শ্রেণিকক্ষের ৪টি বেড়িবাঁধ নির্মাণের কারণে ভেঙে গেছে।

শিক্ষক মো. মমতাজ উদ্দিন বলেন, বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ১৯৯৫ সালে নির্মিত ভবনে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। বেড়িবাঁধ নির্মাণের ঠিকাদারকে অনুরোধ করেও শ্রেণি কক্ষগুলো রক্ষা করা যায়নি। বেড়িবাঁধের মাটির কারণে ৪টি শ্রেণিকক্ষ নষ্ট হয়েছে। অনেক কষ্ট করে ক্লাস পরিচালনা করতে হচ্ছে।

ভারপ্রাপ্ত সুপার গোলাম রহমান ফারুকী বলেন, ভবনটি মেরামতের অভাবে জরাজীর্ণ হয়ে গেছে। সব শ্রেণির ক্লাস একসঙ্গে নেওয়া সম্ভব হয় না। দ্রুত সময়ে ভবন নির্মাণে দাবি জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ