হোম > ছাপা সংস্করণ

সোনাইমুড়ীতে নৌকার কাঁটা ৩১ বিদ্রোহী

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পঞ্চম ধাপের ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাঠে সরগরম আওয়ামী লীগের ৩১ বিদ্রোহী প্রার্থী। বহিষ্কার বা কঠোর শাস্তির হুমকি দিয়েও এসব প্রার্থীদের নির্বাচন থেকে সরানো যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

উপজেলার ৩১ বিদ্রোহী প্রার্থীর মধ্যে জয়াগ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকত আকবরের বিপক্ষে দলের বিদ্রোহী আছেন ৫ জন, নদনাতে হারুন অর রশিদের বিপক্ষে ১ জন, চাষীরহাটতে আব্দুর রহিমের বিপক্ষে ১ জন, বারগাঁওতে মো. সামছুল আলমের বিপক্ষে ২ জন, নাটেশ্বরে মো. কবির হোসেনের বিপক্ষে ৫ জন, বজরাতে মো. মীরন অর রশীদের বিপক্ষে ৩ জন, সোনাপুরে মো. আলমগীর হোসেনের বিপক্ষে ৫ জন, দেওটিতে নুরুল আমিনের বিপক্ষে ৪ জন, আমিশাপাড়াতে আলমগীর হোসেনের বিপক্ষে ৪ জন ও অম্বনগর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেন দুলুর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১ জন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ বলেন, উপজেলায় ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৯১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৮১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিদ্রোহী প্রার্থী বলেন, ‘সারা বছর দলের জন্য শ্রম ঘাম দিয়েছি। এখন মনোনয়ন বাণিজ্যে নৌকা হাতছাড়া হয়ে গেল। এটা স্থানীয় সরকার নির্বাচন। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে আমরা ফলাফল মেনে নেব।

তবে অনেকেই মনে করেন, টানা এক যুগের বেশি ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সঠিক প্রার্থীর হাতে নৌকা দিলে এত বেশি বিদ্রোহী থাকত না।

সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বলেন, ১০ ইউপিতে একাধিক দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাঁদের নিয়ে শিগগিরই আলোচনা করা হবে। নৌকার বিরুদ্ধে কেউ বিদ্রোহী হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ