ইনক্রিমেন্ট কেটে নেওয়ার পরিপত্র বাতিলসহ ৩ দফা দাবিতে নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আগামী রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।
ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সাবেক রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রস্তুতিমূলক সভা করেছেন। গতকাল বুধবার বেলা ১২টায় বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক মো. ওমর ফারুক। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা সভাপতি বিকাশ চন্দ্র শাহা ও শরণখোলা উপজেলা সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
সভায় নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইনক্রিমেন্ট কর্তনের সিদ্ধান্ত দিয়ে অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে। ওই পরিপত্র বাতিল করতে হবে।