হোম > ছাপা সংস্করণ

শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় এক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও বিদ্যালয়ের গাছ কাটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক আব্দুল করিম উপজেলার কালীগঞ্জ শ্রীমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে, এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবিজ উদ্দিন সরকার বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রে জানা যায়, ২০০৩ সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক পদে যোগদানের পর আব্দুল করিম প্রায় সাড়ে সাত বিঘা আবাদি জমি ও দুটি পুকুর প্রতিবছর লিজ নিয়ে আসেন। এ ছাড়া বিদ্যালয়ের পুরোনো ভবনের ইট, রড ও টিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিক্রি করেন। এতে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, এ অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল করিম ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের মালামাল আমি বিক্রি করেছি। সাংবাদিকদের কিছু করার থাকলে করুক। আমি কাউকে ভয় পাই না।’

স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘তিনি প্রধান শিক্ষক হওয়ার পর থেকেই নামে মাত্র স্কুল পরিচালনা কমিটি করে ওই বিদ্যালয়ের টাকা লুটপাট ও বিদ্যালয় মাঠে থাকা তিনটি বড় আমগাছ বিক্রি করেন। তাঁর দুর্নীতির বিষয়টি এলাকার সবাই জানেন।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কিছু জানি না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ