বরিশালে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের আড়াই কিলোমিটার এলাকার পাঁচ শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নগরীর সাগরদী পোল থেকে দপদপিয়া পুরোনো ফেরিঘাট পর্যন্ত গতকাল সোমবার জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের বরিশালের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, উপবিভাগীয় প্রকৌশলী লিটন আহম্মেদ খান, উপসহকারী প্রকৌশলী আলী আকবর ও সার্ভেয়ার আরিফ হোসেন।
নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন সাংবাদিকদের জানান, নগরীর সাগরদী পোল থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়ার পুরোনো ফেরিঘাট পর্যন্ত সড়কে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় পাঁচ শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে দুটি পাম্পের তেলের ট্যাংক মহাসড়কের নিচে স্থাপন করা অবস্থায় দেখা গেছে। তাদের অবৈধ স্থাপনা আগামী সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের দুটি দল সহযোগিতা করেছে।