বরগুনার পাথরঘাটায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ইউপি সদস্যদের সার্টিফিকেট বিতরণ বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে এ সার্টিফিকেট বিতরণ করা হয়।
এর আগে গত শনিবার পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালক হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা সহকারী কমিশনার ভূমি মিলন সাহা, সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা প্রকৌশলী চন্দন চক্রবর্তী, এনআইএলজি-ফ্যাকাল্টি মেম্বার মতিয়ার রহমান।