হোম > ছাপা সংস্করণ

ইউপি সদস্যকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে পূর্বশত্রুতার জেরে ইউপি সদস্য রুহুল আমিন শেখকে ধরে নিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত বুধবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুহুল আমিন শেখ (৪৫) পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও শিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য রুহুল আমিন শেখ জানান, গত ১১ নভেম্বর শিকদারমল্লিক ইউনিয়নে নির্বাচনে তিনি ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। এ নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন বুধবার মোটরসাইকেলযোগে পিরোজপুর সদর উপজেলায় যাওয়ার পথে কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়াতলা এলাকায় আসলে স্থানীয় সন্ত্রাসী ফারুখসহ প্রায় ২০ থেকে ২৫ জন লোক সামনে এসে তাঁর মোটরসাইকেলটি থামায়। পরে সন্ত্রাসীরা তাঁকে জোড়পূর্বক ধরে নিয়ে গিয়ে মারধর করে। সন্ত্রাসীরা লোহার জিআইপাইপ দিয়ে পিটিয়ে তাঁর দুই পা ভেঙে দেয়। এ সময় তিনি ডাক-চিৎকার করলে সঙ্গে থাকা প্রায় ২ লাখ টাকা নিয়ে তাঁকে ফেলে চলে যায়। স্থানীরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে গুরুতর অবস্থায় নিয়ে আসেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. তন্ময় মজুমদার বলেন, ‘হাসপাতালে নিয়ে আসা ইউপি সদস্য রুহুল আমিন শেখের দুই পা শক্ত কিছুর আঘাতে ভেঙে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ