হোম > ছাপা সংস্করণ

শিল্পা চাকমার নৃত্য থামল দুর্ঘটনায়

রাঙামাটি প্রতিনিধি

কক্সবাজারের ইনানীতে সড়ক দুর্ঘটনার পর নৃত্যশিল্পী শিল্পা চাকমার হাত-পায়ে কোনো আঘাত ছিল না। শরীরে কোথাও বড় ধরনের আঁচড়ও পড়েনি। তিনি শুধু বুকে আঘাত পেয়েছিলেন, তা-ও দৃশ্যমান নয়। পরীক্ষায় ধরা পড়ে শিল্পার বুকের ভেতর রক্ত জমাট বেঁধেছে। গত রোববার রাতে অস্ত্রোপচার করে সেটি অপসারণও করা হয়। গতকাল সকালে হৃদস্পন্দন একেবারে থেমে যায় প্রতিভাবান নৃত্যশিল্পী শিল্পা চাকমার।

শিল্পা চাকমা রাঙামাটির কাউখালীর ঘাগড়া বালিকা ফুটবল দলের কোচ শান্তিমনি চাকমার মেয়ে। তিনি ঢাকার রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মাছগমা ছড়ায়। গতকাল চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিল্পা।

শান্তিমনি চাকমা জানান, কক্সবাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে তাঁর বন্ধু বান্ধবীসহ ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যান শিল্পা চাকমা। অনুষ্ঠান শেষে গত শুক্রবার একটি জিপ নিয়ে সমুদ্রসৈকত দেখতে ইনানীতে যান। সেখানে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বহনকারী জিপ। তখন জিপে ৮-১০ জন ছিলেন। গাড়িতে থাকা শিল্পার বন্ধু-বান্ধবী সবাই কমবেশি আহত হন। কিন্তু তাঁর শরীরে কোথাও বড় ধরনের আঁচড় পড়েনি। বুকে আঘাত পাওয়ায় চিকিৎসা চলছিল।

শিল্পার বাবা বলেন, (আজ) মঙ্গলবার শিল্পার মরদেহ ঘাগড়ায় দাহ করা হবে। শান্তিমনি চাকমা বর্তমানে জাতীয় মহিলা ফুটবল দলের আনুচিং, আনাই, ঋতুপর্ণা, মনিকা, রূপনাদের কোচ ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ