দেশজুড়ে শুরু হচ্ছে স্টার লাইন পিঠা প্রতিযোগিতা। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরা বাধ্যতামূলক করে আগামী ৩ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি ঢাকার রাওয়া ক্লাবে চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে। জেলা শহর মেহেরপুর, গোপালগঞ্জ, যশোর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, বরিশাল ও ঢাকায় এ প্রতিযোগিতা চলবে।
গতকাল শনিবার স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেড এবং লবি রহমানস কুকিং ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা করেন স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মাঈন উদ্দিন ও লবি রহমানস কুকিং ফাউন্ডেশনের কর্ণধার রন্ধন বিশেষজ্ঞ লবি রহমান। অনুষ্ঠানে বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি