পটুয়াখালীর দুমকিতে জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে চাচা শ্বশুরে বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর গ্রামের অলি মোল্লার স্ত্রী নাজমা বেগম (৩০) এনজিও কর্মীর কাছে কিস্তির টাকা জমা দিতে গেলে একই বাড়ির সম্পর্কে চাচা শ্বশুর মজিবর মোল্লার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে নাজমাকে দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। আহত নাজমার ডাকচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ন কবির বলেন, ‘দীর্ঘদিন ধরে জমা-জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিল তাঁদের মধ্যে।’
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’