গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চবিদ্যালয় চত্বরে শনিবার রাতে এ সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
অনুষ্ঠানে রাঙ্গা গঙ্গাচড়া ইউপিতে জাপার প্রার্থী হিসেবে মাহফুজার রহমান দুলুর নাম ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি লাঙ্গল প্রতীকে মাহফুজারের জন্য ইউনিয়নবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় জাপা নেতা সাজু আহম্মেদ লাল। সঞ্চালনায় ছিলেন আলী আরিফ সরকার রিজু।
সভায় বক্তব্য দেন জেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জাপার আহ্বায়ক নুর আমিন, সদস্যসচিব আবুল কালাম আজাদ, সাংসদের প্রতিনিধি মমিনুর ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাপা নেতা মতিয়ার রহমান, গঙ্গাচড়া ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মাহফুজার প্রমুখ।
জনগণের ব্যাপক উপস্থিতি হওয়ায় মতবিনিময় সভাটি জনসভায় রূপান্তরিত হয়। এ সময় সাংসদ রাঙ্গা জাপার প্রার্থী হিসেবে মাহফুজারকে পরিচয় করিয়ে দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য জনগণের সম্মতি চান। উপস্থিত জনগণ হাত তুলে সম্মতি দিলে তিনি মাহফুজারের হাতে লাঙ্গল প্রতীক তুলে দেন।