পুঁজিবাজারের অদাবিকৃত ডিভিডেন্ড নিয়ে গঠিত স্ট্যাবিলাইজেশন ফান্ডের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বিষয়টি স্পষ্টকরণ নিয়ে কিছু দাপ্তরিক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।
গতকাল বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির মধ্যে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। শামসুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যে বিরোধের কথা বলা হচ্ছে, তা আসলে সত্য নয়। তবে স্ট্যাবিলাইজেশন ফান্ডের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কিছু আইনগত অস্পষ্টতা রয়েছে।
বিএসইসির পক্ষে আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মাহবুব আলম এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।