পর্যটকদের আকর্ষণ বাড়াতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে এবার চালু করা হলো দৃষ্টিনন্দন প্যাডেল বোট ও দোলনা সাম্পান নৌকা। গতকাল শনিবার দুপুরে গজনী অবকাশের লেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।
এ সময় তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গজনীতে পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কিছু উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে। এরই আওতায় দোলনা সাম্পান নৌকা ও প্যাডেল বোট চালু করা হলো। এর আগে জিপ লাইনিং, ঝুলন্ত ব্রিজ ও ক্যাবল কার চালু করা হয়েছে। আশা করছি এসবের মাধ্যমে জেলায় পর্যটকের আগমন বাড়বে।
সাম্পান উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার (এসপি) হাসান নাহিদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া প্রমুখ।