গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর খোলাহাটি গ্রামে ফজলে রাব্বী নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী রতনা বেগমকে (২৮) হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ, রাতে নির্যাতন করে রতনাকে হত্যা করা হয়েছে।
গতকাল সোমবার পুলিশ ওই গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ওই ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, রোববার ফজলে রাব্বী তাঁর ছেলেকে মারপিট করে। এ সময় স্ত্রী রতনা বেগম বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে ফজলে রাব্বী স্ত্রীকে বেধড়ক মারপিট করে।